RE: সিনেমা-টিনেমা

avatar

You are viewing a single comment's thread:

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সিনেমা যা হয় দেশে বিদেশে তার থেকে অল্প কয়টা দেশীয় শিল্প সংস্কৃতি ধরে রেখে করা হয়, বাকিগুলো সস্তা আবেগের ওপর।
এখন কারা মূর্খ কারা তা নয়, সেটা বুদ্ধিবৃত্তিক সক্ষমতার প্রশ্ন, জ্ঞানী লোকের কদর মূর্খদের বিরাজমানতার কারনেই ধরা পড়ে।
আমি সময় পেলে অভিরুচি বিবেচনায় সিনেমা দেখি, অতশত তত্ত্ব বুঝি না, বুঝেই বা কি করবো, মূর্খদের দেশে মূর্খরাই কর্তা, তা বুঝতো হলে বেশিদূর যেতে হয় না।

সমালোচনা করতে করতে মুখে আর রা নেই নেই অবস্থা, অবস্থাটা যে কেমন সেটা বোঝাতে পারবো না, তবে রবীর একটি কথার মতো হবে তা হলো -
শেষে রা হতে হতে নেই নেই হয়ে যাবে।
আমি তেমনই আছি, ভালো লাগলে সিনেমা দেখি, ভালো না লাগলে কানে তুলো গুঁজে একলা চলি।

জীবনের পথে পথে উট চলছে চলছে চলছে...



0
0
0.000
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
1 comments
avatar

হ্যাঁ, অই "ধুর সব রসাতলে চলে গেছে" বলে এড়িয়ে চলছেই, চলছিই বটে আমরা সবাই, কিন্তু তবুও মাঝেমধ্যেই এইটা কমিউনিটির অংশ হিসাবে দায়িত্ব আমাদের, জবাবদিহিতা রাখা প্রয়োজন।

সবসময় ইগনোরেন্সে থাকাটা কখনোই সমাধান নয়। এটা করা সহজ বলে সবাই তাই করছি বটে, তবে পরিস্থিতি নিয়ে কাজ না করলেও অন্তত কথা বলা জরুরি।