পছন্দের মুভিগুলো
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
আপনারা সবাই কেমন আছেন? প্রার্থনা করি সবসময় ভালো থাকেন ও সুস্থ থাকেন। আমার জীবনের একটা সময় ছিলো, যখন মুভির চেয়েও আউটডোর খেলাধুলা বেশি ভালো লাগতো। আর তার কারণটাও খুব স্বাভাবিক, পড়াশুনা ও খেলাধুলা করর পরে আর দ্বিতীয় কোনো বিনোদন নিয়ে ভাবার কোনো সময় থাকতো না। কিন্তু সময়ের সাথে সাথে ও পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের ফলে, নিজেকে খেলাধুলার জীবন থেকে ঘুটিয়ে নিয়েছিলাম। যার ফলে জীবনে দেখা দিয়েছিলো অলস সময়ের। সময় যেনো আর কাটে না এমন একটা পরিস্তিতি। তখন থেকেই আমার বিনোদনের জায়গায় মুভি দেখার শুরুর ধারাবাহিকতা। কর্মজীবন, পারিবারিক জীবন ও শিক্ষাজীবনের পাশাপাশি মুভি দেখাও ধারাবাহিক জীবনে শান্তির জায়গা হয়ে দাড়িয়েছে। আর সেই সাথে নিজের ভেতর তৈরি হয়েছে পছন্দের মুভির এক বিশাল তালিকা।
CLICK
AUGUST RUSH
আমরা পছন্দের মুভিগুলোর ভেতর একটি হোলো AUGUST RUSH । আর এই মুভির ভালোলাগা আমাকে শিহরিত করেছিলো। লুইস ও লাইলা দুজন মিউজিসিয়ানের অপরিকল্পিতভাবে স্বপ্নের একাত্ততা, ভাঙন ও অবশেষে জীবন যুদ্ধে সুন্দরভাবে সম্পর্কের পরিপূণতার অসাধারণ দৃশ্যায়ন, তা বলে বুঝালেও অনুভব করা যাবে না। লুইস ও লাইলার জীবনের অপরিপূর্ণ স্বপ্নকে শত অবহেলার পরেও চমৎকারভাবে তাদের আজানা সন্তানের মাধ্যমে, বাবা ও মায়ের গুণাবলিগুলো প্রকাশের মাধ্যমে পরিবারের ও নিজের পরিপূর্ণ হওয়ার চমকার দৃশ্য অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। তার সাথে সুন্দরভাবে দেখা যায়, একজন পিতা, মাতা ও সন্তানের মাঝে সম্পর্কের যোগ সংযোগগুলি, যা সকল মানুষের জীবনে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ হতে দেখা যায়।
MATRIX
জীবনের আবেগ, ভালোবাসা ও পরিবার কেন্দ্রিক মুভির পাশাপাশি আমার প্রযুক্তি নির্ভর এ্যাকশন মুভিও যথেষ্ঠ ভালো লাগে। আর এমন মুভির মধ্যে MATRIX মুভিটি আমার বেশ ভালো লাগে। যেখানে দেখা যায়, প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহারের ফলে মানব জীবনের এক অসাপ্ত লড়াই এবং নিজেকে সর্বোচ্চ শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তোলার অনন্য সকল দৃশ্য। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পৃথিবীর এক ধ্বংস প্রায় অবস্থার কাল্পনিক দৃশ্য, যেখানে পৃথিবীতে মানুষেরা নিজেদের উন্নতির ধারাবাহিকতায় ডেকে আনা জীবন ধ্বংসের যন্ত্র ও মানুষেরেএক অনবদ্য যুদ্ধ। সেই সাথে আরও দেখা যায়, মানুষের পৃথিবীতে যন্ত্রাংশের আধিপত্য ও মানুষের মৃত প্রায় জীবন ব্যবস্থা যার মাধ্যমে মানুষের জীবনের সমাপ্তি ঘটার সম্ভাবনা বিদ্যমান দেখা যায়।
TEKKEN
আমার পছন্দের এ্যাকশন মুভিগুলোর ভেতর আরেকটি মুভি হোলো TEKKEN । একটি দেশের শাসক গোষ্ঠীর স্বার্থনির্ভর অবৈধ কার্যকলাপের মাধ্যমে সফলভাবে ক্ষমতায়নের জন্য, সারা দেশে আইন ব্যবস্থাকে ব্যবহার করে সকল যোদ্ধাদের মেরে ফেলার চেষ্ঠা করে এবং একজন সত্যিকারে যোদ্ধার কাছে অবৈধ শাসকের পরাজয়ের দৃশ্য দেখার মতো ছিলো। সেই যোদ্ধার চেষ্ঠা ও সফলতার মাধ্যমে বুঝা যায় যে, একজন সত্যিকারের যোদ্ধা ঠিকভাবে চেষ্ঠা করলে সে নিজেকে কতোটা শক্তিশালী করতে পাড়ে তা আমরা মানুষ আগে থেকে কেউ বলতে পাড়ি না। এছাড়াও মুভিতে দেখানো হয়েছে, লড়াইয়ে জয়ের মাধ্যমে কিভাবে সর্বোচ্চ সম্মানের অধিকারী হওয়া যায়।
আমার পছন্দের মুভিগুলোর সম্পর্কে আজ আপাততো এতোটুকুই। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।